Last Updated: January 16, 2014 13:40

-----------------------------------------------------------
বসিরহাটের কালীনগর কলেজের প্রথম বর্ষের ছাত্র পরেশ মণ্ডলের মৃত্যুর প্রতিবাদে আজ মিছিল করল তৃণমূল ছাত্র পরিষদ। তবে বিএ প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর কারণ নিয়েই মতানৈক্য তৃণমূল শিবিরে। পরেশ মণ্ডলের মৃত্যুর জন্য এসএফআইকে দায়ি করেছেন তৃণমূল ছাত্র পরিষদ নেতা শঙ্কুদেব পণ্ডা।
কিন্তু শিক্ষামন্ত্রীর বক্তব্য সম্পূর্ণ আলাদা। তিনি জানিয়েছেন, সেরিব্রাল অ্যাটাকে মৃত্যু হয়েছে পরেশের। এই অবস্থায় পিস হাভেন থেকে গান্ধী মূর্তি পর্যন্ত প্রতিবাদ মিছিল করল তৃণমূল ছাত্র পরিষদ। মিছিলের নেতৃত্বে ছিলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়করাও। প্রশ্ন উঠছে, মৃত্যুর কারণ নিয়েই যেখানে মতানৈক্য, সেখানে কেন ছাত্রের মৃতদেহ নিয়ে মিছিল করছে তৃণমূল কংগ্রেস?
পরেশ মণ্ডলের মৃত্যুর কারণ নিয়ে যে দলের অন্দরে মতানৈক্য রয়েছে, তা কার্যত মেনে নিয়েছেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য, তদন্ত হলেই বোঝা যাবে মৃত্যুর কারণ কী। পরে আবার তিনি এসএফআইকেই দায়ি করেছেন মৃত্যুর জন্য।
First Published: Thursday, January 16, 2014, 13:40