Last Updated: February 6, 2014 13:05

তেলেঙ্গানা ইস্যুতে আজও উত্তাল সংসদ। দ্বিতীয় দিনের অধিবেশনের শুরু থেকেই তেলেঙ্গানা বিরোধী সাংসদরা প্ল্যাকার্ড হাতে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের সঙ্গে যোগ দেন ইউপিএ-এর প্রাক্তন সহযোগী ডিএমকে।
তারা শ্রীলঙ্কার জেলে বন্দি তামিল মত্সজীবীদের মুক্তির দাবি জানাতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় বেলা বারোটা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার মীরা কুমার। একই ছবি রাজ্য সভাতেও।
অন্ধ্র বিভাজন বিরোধী ইস্যুতে তেলেগু দেশম পার্টির সাংসদ, শ্রীলঙ্কায় বন্দী তামিল মত্সজীবীদের মুক্তির দাবিতে এআইএডিএমকে সাংসদদের বিক্ষোভ এবং দিল্লিতে অরুণাচল প্রদেশের ছাত্রের মৃত্যুর ঘটনার আলোচনার দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের বিক্ষোভে বারোটা পর্যন্ত মুলতুবি হয়ে যায় রাজ্যসভাও। অধিবেশন শুরু হলে আবারও বিরোধীদের গণ্ডগোলে দিনের মত মুলতুবি হয়ে যায় লোকসভা। দুটো পর্যন্ত মুলতুবি রাজ্যসভা।
First Published: Thursday, February 6, 2014, 13:05