Last Updated: September 26, 2011 17:59

ভারতে প্রথম বার প্যারিস হিলটন। আন্তর্জাতিক ফ্যাশন ও বিনোদন জগতে বহু চর্চিত প্যারিস, ভারতীয় নারীর ভূয়সী প্রশংসা করেন। তাঁর মতে "ভারতীয় নারী রূপে অন্যন্যা"। তাঁর তিন দিনের ভারত সফরে হিলটন তাঁর হ্যান্ড ব্যাগের উদ্বোধন করেন। এই কলেকশনটি প্যারিস হিলটন এন্টারটেনমেন্ট নামেই বিখ্যাত। তাঁকে ঘীরে ভারতীয় ফ্যাশন মহলে বেশ চাঞ্চল্য দেখা যাচ্ছে। মুম্বাইয়ের এক নামী পাঁচ তারা হোটেলে তাঁর সম্মানে পার্টিরও আয়োজন করা হয়।
First Published: Friday, September 30, 2011, 20:06