Last Updated: December 5, 2012 14:13

ভারতের প্রেমে পড়েছেন আগেই। এবার সিদ্ধি বিনায়ক ঘুরে মুগ্ধ হয়ে গেলেন প্যারিস হিলটন। সম্প্রতি গোয়ায় ইন্ডিয়া রিসর্ট ফ্যাশন উইকের জন্য ভারতে এসেছিলেন প্যারিস। শো-এর পর মুম্বইতে সিদ্ধি বিনায়কে যান তিনি।
"আমি আশীর্বাদ নিতে সিদ্ধি বিনায়ক মন্দিরে গিয়েছিলাম। এরকম আধ্যাত্মিক জায়গায় গিয়ে আমি সত্যিই মুগ্ধ"। টুইট করে জানিয়েছেন প্যারিস। ইন্ডিয়া রিসর্ট ফ্যাশন উইক ছাড়াও ডিজাইনার জুটি শেন ও ফাল্গুনি পিককের পোষাকেও র্যাম্পে হেঁটেছেন ৩১ বছরের প্যারিস। গোয়া থেকে মুম্বই আসেন তিনি। বান্দ্রা শহরতলির আশ্রয় আনাথ আশ্রমেও কিছুটা সময় কাটান ব্লন্ড বিউটি। `ছম্মক ছল্লো`র সঙ্গে প্যারিসের নাচ আর উপহার মুগ্ধ করেছে আশ্রমের শিশুদেরও।
First Published: Wednesday, December 5, 2012, 14:13