Last Updated: June 6, 2013 11:11

আত্মহত্যার চেষ্টা করলেন প্রয়াত কিংবদন্তী পপ তারকা মাইকেল জ্যাকসনের কন্যা প্যারিস। বুধবার নিজের বাড়িতে একটি কিচেন নাইফ দিয়ে নিজের কব্জী কেটে ফেলেন বছর পনেরোর প্যারিস। ব্যবহার করেন অত্যাধিক ঘুমের ওষুধও। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে।
স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী প্যারিসের কব্জীতে একাধিক ক্ষত চিহ্ন পাওয়া গেছে।
জ্যাকসন পরিবারের আইনজীবী পেরি স্যানডেরস জানিয়েছেন প্যারিস অত্যন্ত সংবেদনশীল। বাবার মৃত্যুর পর থেকেই তিনি হতাশায় ভুগছিলেন। তবে প্যারিসের বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল বলে দাবি করেছেন স্যানডেরস।
সূত্রের খবর অনুযায়ী গড়পড়তা টিনএজ সমস্যার সঙ্গে সঙ্গেই কিছুটা ভালবাসাহীনতায় ভুগছিলেন জ্যাকসন তনয়া।
গতকাল সন্ধেতে দুটি টুইট করেন প্যারিস। প্রথম টুইটে তিনি লেখেন ``চোখের জল কেন এত নোনতা হয়?``।
``গতকাল মনে হচ্ছিল আমার সমস্ত সমস্যা দূরে সরে যাচ্ছে। আজ মনে হচ্ছে তারা এখানে থাকার জন্যই এসেছে।`` দ্বিতীয় টুইটে প্যারিসের এতটাই হতাশা প্রকাশ পায়।
First Published: Thursday, June 6, 2013, 11:11