Last Updated: April 6, 2014 09:27

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই প্রায় ২০০টি ঝুপড়ি। শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ আগুন লাগে পার্ক সার্কাস রেললাইনের পাশের বস্তিতে। (ফাইল চিত্র)
মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের কুড়িটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। ঘটনাস্থলে পৌছন স্থানীয় বিধায়ক স্বর্ণকমল সাহা। ক্ষতিগ্রস্তদের দ্রুত ত্রাণের আশ্বাস দিয়েছেন তিনি। শর্ট সার্কিট থেকে আগুন লাগে,এমনটাই প্রাথমিকভাবে মনে করছেন দমকলের কর্মীরা। আগুন নেভাতে গিয়ে আহত হন কয়েকজন।
রবিবার সকালের ছবি-- প্রায় গোটা বস্তি পুড়ে ছাই। মানুষের হাহাকার আর কান্নার শব্দ। পুলিস কর্মীরা ঘটনাস্থলে আছেন।
(বিস্তারিত খবর কিছু পরে)
First Published: Sunday, April 6, 2014, 09:27