Last Updated: March 2, 2013 12:42

চার্জগঠনের পর পার্কস্ট্রিট কাণ্ডে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ। ব্যাঙ্কশাল আদালতের ফাস্টট্র্যাক থার্ড কোর্টে বিচারক মধুছন্দা বসুর এজলাসে শুরু হবে শুনানি।
ঠিক ১ বছর ১৪ দিন পর গত ১৯ ফেব্রুয়ারি চার্জ গঠন হয় পার্কস্ট্রিট মামলার। আদালতে তোলা হবে ধৃত সুমিত বাজাজ, নাসের খান, নিসাদ আলম ওরফে রুমান খানকেও। অভিযুক্তদের যিনি স্কেচ এঁকেছেন আজ সাক্ষ্য দেবেন তিনি। ঘটনায় মূল অভিযুক্ত কাদের খান এখনও অধরা। ২০১২-সালের ৫ ফেব্রুয়ারি পার্কস্ট্রিটে একটি নৈশক্লাব থেকে ফেরার সময় গাড়ির মধ্যে ধর্ষণের শিকার হন এক মহিলা।
First Published: Saturday, March 2, 2013, 15:11