Last Updated: March 12, 2013 19:37

আগামিকাল পার্ক স্ট্রিট কাণ্ডে সাক্ষ্য নেওয়া হবে অভিযোগকারিণীর। নজিরবিহীন গোপনীয়তায় গত দোসরা মার্চ থেকে শুরু হয়েছে পার্ক স্ট্রিট কাণ্ডের শুনানি। ব্যাঙ্কশাল আদালতের ফাস্ট ট্র্যাক থার্ড কোর্টের বিচারকের নির্দেশ, শুনানি চলাকালীন আইনজীবী ছাড়া আদালতকক্ষে উপস্থিত থাকতে পারবেন না কেউই।
গত দোসরা মার্চ থেকে শুরু হয়েছে পার্ক স্ট্রিট কাণ্ডের শুনানি। ওইদিনই ব্যাঙ্কশাল আদালতের ফাস্ট ট্র্যাক থার্ড কোর্টের বিচারক এই মামলায় রুদ্ধদ্বার শুনানির নির্দেশ দিয়েছেন।
শুনানি চলাকালীন একমাত্র আইনজীবী ছাড়া আদালতকক্ষে আর কেউই উপস্থিত থাকতে পারবেন না বলে নির্দেশ দিয়েছেন বিচারক। এমনকী কোর্ট রুমে উপস্থিত থাকতে পারবেন না অভিযোগকারিণী কিম্বা অভিযুক্তদের পরিবারের কোনও সদস্যও । পার্কস্ট্রিট কাণ্ডে ফরেন্সিক রিপোর্ট জমা না পড়ায় ক্ষোভ প্রকাশ করেন বিচারক। দ্রুত ফরেন্সিক রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন তিনি।
First Published: Friday, April 12, 2013, 11:26