Last Updated: February 2, 2014 11:57

পার্ক স্ট্রিটে ছিনতাইয়ে বাধা দিতে গিয়ে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে জখম হলেন এক যুবক। শনিবার সন্ধেয় পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের সামনে দাঁড়িয়েছিলেন সৌমক সেনগুপ্ত। অভিযোগ সেই সময় চার দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। এরপরই মানি ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে দুষ্কৃতীরা।
সৌমক সেনগুপ্ত বাধা দেওয়ার চেষ্টা করলে দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। ঘটনার পরই আহত ওই যুবককে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর ময়দান থানায় অভিযোগ দায়ের করে যুবকের পরিবার। ভর সন্ধেয় এই ধরনের ঘটনায় ফের প্রশ্ন উঠেছে শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।
First Published: Sunday, February 2, 2014, 11:57