তেলেঙ্গানা ইস্যুতে মুলতুবি সংসদের দুই কক্ষ

তেলেঙ্গানা ইস্যুতে মুলতুবি সংসদের দুই কক্ষ

তেলেঙ্গানা ইস্যুতে মুলতুবি সংসদের দুই কক্ষতেলেঙ্গানা ইস্যুতে মুলতুবি হয়ে গেল সংসদের দুই কক্ষ। পঞ্চদশ লোকসভার শেষ অধিবেশন শুরু হয়েছে আজ থেকে। লোকসভা ভোটের আগে শেষ অধিবেশনে তেলেঙ্গানা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস করাতে চায় ইউপিএ।

তেলেঙ্গানা বিলের সময় যাতে উত্তাল না হয়ে ওঠে, সে জন্য বিরোধীদের কাছে আর্জি জানান লোকসভার স্পিকার। আবেদন করেন প্রধানমন্ত্রীরও। কিন্তু অধিবেশনের শুরুতেই বিক্ষোভে মুলতুবি হয়ে যায় দুই কক্ষ। এবারের অধিবেশনের আলাদা তাত্পর্য রয়েছে মনমোহন সিংয়ের কাছেও। কারণ, ইউপিএ ক্ষমতায় এলেও তিনি আর প্রধানমন্ত্রী হবেন না বলে ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন।

First Published: Wednesday, February 5, 2014, 12:11


comments powered by Disqus