Last Updated: January 30, 2012 21:50

বর্তমান সরকার পার্ট টাইম কলেজ শিক্ষকদের নির্দিষ্ট হারে বেতন দিচ্ছে না। এরই প্রতিবাদে সোমবার বিক্ষোভ দেখালেন পার্ট টাইম কলেজ শিক্ষক শিক্ষিকারা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কলেজ স্কোযার পর্যন্ত মিছিল শেষে শিক্ষক শিক্ষিকার কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তির সামন নিজেদের মার্কশীট পুড়িয়ে প্রতিবাদ দেখান। কিছুদিন আগেই যাদবপুরের একটি কলেজের একজন পার্টটাইম শিক্ষিকা আত্মহত্যা করেন। অভিযোগ সরকার পার্টটাইম শিক্ষক শিক্ষিকাদের নির্দিষ্ট হারে বেতন না দেওয়াতেই অভাবের তাড়নায় আত্মহত্যা করেছেন ঐ শিক্ষিকা। নির্দিষ্ট হারে সরকার বেতন না দিলে আগামী দিন আত্মহত্যার সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।
First Published: Monday, January 30, 2012, 23:47