ফের একবার সিপিআইএমকে আক্রমণ করলেন শিল্পমন্ত্রী, Partha accuses CPIM

ফের একবার সিপিআইএমকে আক্রমণ করলেন শিল্পমন্ত্রী

ফের একবার সিপিআইএমকে আক্রমণ করলেন শিল্পমন্ত্রীসংগ্রামপুরে বিষমদ কাণ্ড নিয়ে ফের একবার সিপিআইএমকে আক্রমণ করলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার বিধানসভায় তিনি অভিযোগ করেন, আমরি কাণ্ড থেকে নজর ঘুরিয়ে দিতেই পরিকল্পিতভাবে সিপিআইএম বিষমদ কাণ্ড ঘটিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, আমরি কাণ্ডে গ্রেফতার হাসপাতালের নয় কর্তা সিপিআইএম ঘনিষ্ঠ। সেখান থেকে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা। দিল্লিতে একই অভিযোগ করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারওপার্থ চট্টোপাধ্যায় অভিযোগ করেছিলেন, সংগ্রামপুরে চোলাই মদে পরিকল্পিতভাবে বিষ মিটিয়েছে সিপিআইএম। তার প্রতিবাদে শুক্রবার বিধানসভায় প্রতিবাদে উত্তাল বাম বিধায়করা।  বাম বিধায়করা দাবি করেন, শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন, সেটা তাঁকে প্রমাণ করতে হবে। শুরু হয় বচসা। পরিস্থিতি বুঝে স্পিকার ঘোষণা করেন, প্রশ্নোত্তর পর্ব শেষ হলে, বিষয়টি নিয়ে কথা হবে। বাম বিধায়কেরা বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের নেতৃত্বে বিষমদ কাণ্ডে সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রতিবাদে রাজ্যপালের কাছে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন।






First Published: Friday, December 16, 2011, 23:04


comments powered by Disqus