Last Updated: August 12, 2013 22:07

চব্বিশ ঘণ্টার খবরের জের। বোলপুরের শিবপুর মৌজায় দুশো তিন একর জমিতে শিল্পই হবে। আজ বীরভূমে একথা জানান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দুহাজার এক সালে অধিগৃহীত এই জমিতে কৃষক অসন্তোষের জেরে শিল্প গড়ে ওঠেনি। গতকালই এই নিয়ে খবর সম্প্রচারিত হয় ২৪ ঘণ্টায়। আজ বোলপুরের পিএইচই গেস্ট হাউসে জেলাশাসক, মন্ত্রী ও কৃষকদের প্রতিনিধিদের মধ্যে বৈঠকের পর শিল্পমন্ত্রী জানিয়ে দেন কৃষক অসন্তোষ অনেকটাই মিটে গেছে।
বোলপুরের শিবপুর মৌজায় এই জমিটি অধিগৃহীত হয় ২০০১-এ। বাম সরকারের আমলে এই জমিটি অধিগৃহীত হয় শিল্পের জন্য। কিন্তু বাজার দরে জমি দেওয়া এবং জমিদাতা পরিবারের সদস্যদের চাকরির দাবিতে আন্দোলন গড়ে তোলেন কৃষকরা। শেষ পর্যন্ত কৃষক অসন্তোষের জেরে পিছিয়ে যায় ওই জমিতে শিল্প গড়তে চাওয়া বেশ কয়েকটি সংস্থা। দুহাজার এগারোয় সরকার পরিবর্তনের পরেও অবস্থার কোনও বদল হয়নি। রবিবার এই সংক্রান্ত খবর সম্প্রচারিত হয় চব্বিশ ঘণ্টায়। এরপরই সোমবার বোলপুরের পিএইচই গেস্ট হাউসে তড়িঘড়ি বৈঠক করেন শিল্পমন্ত্রী। বৈঠকে ছিলেন জেলাশাসক, মন্ত্রী চন্দ্রনাথ সিং, কৃষকদের প্রতিনিধিরাও। বৈঠকের পর শিল্পমন্ত্রী জানান শিবপুর মৌজার ওই জমিতে শিল্পই গড়বে সরকার।
বোলপুর থেকে ফেরার পথে দুর্গাপুরে আসেন শিল্পমন্ত্রী। কাঁকসার এসার গোষ্ঠীর কারখানায় তৈরি হওয়া অচলাবস্থা কাটাতে বৈঠক করেন পার্থ চট্টোপাধ্যায়। বৈঠকে ছিলেন এসডিও, বিডিও, কৃষিমন্ত্রী মলয় ঘটক এবং তৃণমূলের দুই গোষ্ঠীর নেতারা। বৈঠকের পর কোনও অবস্থাতেই কারখানায় কাজ বন্ধ হবে না বলে আশ্বাস দেন পার্থ চট্টোপাধ্যায়।
কাঁকসা এলাকায় রাস্তাঘাট, পানীয় জলসহ একাধিক উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ করতে এসারগোষ্ঠী উদ্যোগী হবে বলে জানান কাঁকসার এসার গোষ্ঠীর প্রজেক্ট ম্যানেজার।
First Published: Monday, August 12, 2013, 22:07