Last Updated: October 29, 2011 11:38

জিন্দল গোষ্ঠীর কলকাতার প্রতিনিধিদের সঙ্গে শণিবার শিল্পভবনে বৈঠক করলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।শণিবার সকাল এগারোটায় শুরু হয় এই বৈঠক। দুহাজার সাত সালে শালবনিতে প্রকল্প গড়তে সাড়ে চারশো একর জমি কৃষকদের কাছ থেকে সরাসরি কিনেছিল জিন্দল গোষ্ঠী। ওই সময় জমিদাতা পরিবারের সদস্যদের একজনকে চাকরি ও শেয়ার দেওয়ার কথা ঘোষণা করা হয়। যদিও চুক্তির মধ্যে সে কথা ছিল না। ফলে চুক্তির মধ্যে ক্ষতিপূরণের বিষয়গুলি আনা ও প্রকল্প এখন কী অবস্থায় রয়েছে তা নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। এরই পাশাপাশি চ্যাটার্জি গোষ্ঠীর কর্ণধার পূর্ণেন্দু চ্যাটার্জির সঙ্গেও আলোচনা হয় শিল্পমন্ত্রীর।
First Published: Saturday, October 29, 2011, 22:46