Last Updated: July 6, 2013 09:35

রাজ্যে একের পর এক হিংসাত্মক ঘটনার জন্য সংবাদমাধ্যমকে কাঠগড়ায় তুললেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর যুক্তি, কুত্সা করছে সংবাদমাধ্যম, আর তার জন্যই হিংসা বাড়ছে রাজ্যজুড়ে।বারাসতের কামদুনি থেকে মুর্শিদাবাদের খরজুনা। মালদহ কলেজ থেকে গার্ডেনরিচ হরিমোহন ঘোষ কলেজ। একের পর এক হিংসাত্মক ঘটনার খবর প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে। তবে রাজ্যজুড়ে হিংসাত্মক ঘটনার জন্য আইনশৃঙ্খলার অবনতি নয়, সরাসরি মিডিয়ার দিকে অভিযোগের আঙুল শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।
পার্থ চট্টোপাধ্যায়, শিল্প ও বাণিজ্যমন্ত্রী পঞ্চায়েত ভোটের আগে সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই এসব মিডিয়ার চক্রান্ত বলে অভিযোগ করেছেন পার্থবাবু।
First Published: Saturday, July 6, 2013, 09:35