Last Updated: April 18, 2012 21:26

এরাজ্যে গণতন্ত্র বিপন্ন। এই অভিযোগ করলেন নোনাডাঙা কাণ্ডে ধৃত বিজ্ঞানী পার্থসারথি রায়। গ্রেফতারির ১০ দিন পর, বুধবার আলিপুর সংশোধনাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন তিনি। যে ঘটনায় তাঁকে অভিযুক্ত করা হয়েছে, ঘটনাস্থলে তিনি উপস্থিত ছিলেন না বলে দাবি পার্থসারথিবাবুর।
নোনাডাঙায় উচ্ছেদের প্রতিবাদ করায় গ্রেফতার করা হয়েছিল অধ্যাপক তথা বিজ্ঞানী পার্থসারথি রায়কে। দশ দিন পর বুধবার জামিনে মুক্তি পেলেন এই বিজ্ঞানী। রাজ্যে বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
গত ৮ এপ্রিল পুলিস গ্রেফতার করেছিল পার্থসারথি রায়, দেবলীনা চক্রবর্তী-সহ সাত জনকে। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থসারথি রায় অবশ্য স্পষ্ট জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সত্যি নয়। তিনি ঘটনার দিন উপস্থিতই ছিলেন না। তাঁর দাবি, দেশের বিশিষ্ট ব্যক্তিদের চাপে তাঁকে মুক্তি দিতে একপ্রকার বাধ্য হয়েছে রাজ্য সরকার।
প্রয়োজনে আগামিদিনে তিনি আবার নোনাডাঙা কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হবেন বলে জানিয়েছেন এই বিজ্ঞানী। তাঁর বক্তব্য, তিনি আজও উচ্ছেদ হওয়া মানুষের পাশেই রয়েছেন।
পার্থসারথি রায়ের গ্রেফতারের কড়া নিন্দা করেছে শিবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছে বেসুটা।
First Published: Wednesday, April 18, 2012, 21:26