`অশান্ত` বাংলাদেশে এশিয়া কাপ বয়কট করতে পারে পাকিস্তান

`অশান্ত` বাংলাদেশে এশিয়া কাপ বয়কট করতে পারে পাকিস্তান

`অশান্ত` বাংলাদেশে এশিয়া কাপ বয়কট করতে পারে পাকিস্তানএশিয়ান ক্রিকেট কাউন্সিল আগেই ঘোষণা করে দিয়েছে বাংলাদেশেই হবে এশিয়া। কিন্তু বাংলাদেশের হিংসা ক্রমগাত বাড়তে থাকায় পাক বোর্ড সে দেশে সফর করতে রাজি নয়।

প্রসঙ্গত, ২৫ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ বাংলাদেশে হবে এশিয়া কাপ ক্রিকেট। কিন্তু পিসিবি জানিয়েছে, ক্রিকেটারদের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত না হলে কিছুতেই তারা এশিয়া কাপ খেলতে বাংলদেশ যাবে না।

এশিয়া কাপের পরের সপ্তাহ থেকেই আবার বাংলাদেশেই বসছে টি২০ বিশ্বকাপের আসর। বিশ্বকাপে খেলার ব্যাপারেও পিসিবি এখনও কোনও নিশ্চয়তা দেয়নি। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়া সত্ত্বেও আইসিসি এখানেই বিশ্বকাপ আয়োজন করতে চায়। এখন দেখার পিসিবির জেদের কাছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল, কিংবা আইসিসি পিছু হটে কিনা।

First Published: Monday, January 6, 2014, 12:23


comments powered by Disqus