Last Updated: December 18, 2013 20:57

পার্টিতো চলতে থাকে সারাবছরই। তবে ক্রিসমাস পার্টি মানেই কিছু একস্ট্রা। তাই ক্রিসমাস পার্টির পোশাকও হওয়া চাই একেবারে আলাদা। তাই এবারে আমাদের টিপস, পার্টি ড্রেস সরিয়ে রেখে ক্রিসমাসে `কিপ ইট সিম্পল।` এইবছর পার্টিতে কিন্তু খোলামেলা পোশাক ফ্যাশনে নেই।
শর্ট ড্রেস, স্টকিংস, শ্রাগ ক্রিসমাস পার্টিতে অনেক পরেছেন। এবারে তাই রোজকার পোশাকের সঙ্গেই যোগ করে নিন কিচপ এদিক ওদিক। স্লিম ট্রাউজার আর গুঁজে পরা স্লিম শার্ট সারাবছর ফ্যাশনের শীর্ষে ছিল। ক্রিসমাস পার্টিতেও এই পোশাকই মাতাবে। শার্টের রং হতে হবে সাদা। বাকিটা পছন্দমতো। যদি কালো বা খাঁকি রঙের প্যান্ট বেছে নেন তাহলে শার্টের ওপর পরে নিন ভাইব্র্যান্ট রঙের জ্যাকেট। হলুদ, লাল, সবুজ। এই তিন গাঢ় রঙের জ্যাকেট খুব ভাল লাগবে। আর যদি কাল, সবুজ বা অন্য যেকোনও ভাইব্র্যান্ট ট্রাউজার পরেন তাহলে অবশ্যই জ্যকেটের রং কিছুটা মিউট হবে। খেয়াল রাখুন বেল্টের রঙের দিকে। গাঢ় রঙের করু বেল্ট দেখা যাবে কোমরে। আর পায়ে অবশ্য়ই থাকবে ব্যালেরিনা স্টিলেটো। কাল জুতোই সবথেকে ভাল। তবে লাল বা অন্য রঙও পরতে পারেন। খেয়াল রাখবেন প্যান্ট আর জুতোর রং যেন আলাদা হয়। ব্যাগ বা ক্লাচও হবে স্মার্ট। চুল জেল দিয়ে টেনে পনিটেল করে নিন। মেকআপে আনুন গ্লসি টাচ।
শশুধু পার্টি নয়, এই পোশাকে যেতে পারেন সারাদিনের পিকনিকেও। তবে সেক্ষেত্রে স্লিম ফিট ব্লু ডেনিমই সবথেকে ভাল। সঙ্গে সাদা শার্টের ও রঙিন ভি নেক ফিট পুলওভার। লাল, সবুজ, গাঢ় মভ বা মাল্টি কালার পুলওভার এবারে ফ্যাশনের শীর্ষে। পুলওভার পরতে না চাইলে পরতে পারেন ভাইব্র্যান্ট রঙের হুডিও। সঙ্গে পা ফ্ল্যাট ব্যলেরিনা চলবে সবথেকে ভাল। তবে ঠান্ড বেশি থাকলে স্নিকারসও চলতে পারে। হাতে পরে নিতে পারেন লেদার ব্র্যান্ডের বড় ঘড়ি, চোখে বড় সানগ্লাস। দিনের বেলা চুল খোলাও রাখতে পারেন বা বেঁধে নিন টাইট করে। আধা খোলা, আধা বাঁধা একেবারেই চলবে না। সঙ্গে নো মেকআপ লুক।
First Published: Wednesday, December 18, 2013, 20:57