Last Updated: June 24, 2013 20:46

ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। গতকাল রাতে দমদম নাগেরবাজারের সাতগাছি অঞ্চলে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধে। শুরু হয় দুপক্ষের মধ্যে বোমাবাজি। ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হন। আশঙ্কাজনক অবস্থায় একজনকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকা দখলকে ঘিরেই শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিসের। সংঘর্ষের পর বেশ কয়েকটি গাড়িতেও তৃণমূল কর্মীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ।
First Published: Monday, June 24, 2013, 20:46