Last Updated: May 5, 2014 08:19
হাইকোর্টে আজ পাড়ুই মামলার শুনানি। গত বৃহস্পতিবার তদন্তের অগ্রগতি নিয়ে সিটের রিপোর্ট ডিভিশন বেঞ্চে জমা দেন সরকারি আইনজীবী। কিন্তু সেই রিপোর্ট না দেখেই ফিরিয়ে দেন প্রধান বিচারপতি অরুণ মিশ্র।
শুক্রবার শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্টে পাড়ুই মামলায় যে নির্দেশ দিয়েছে,আগে সেই নির্দেশের কপি জমা দিতে হবে। তারপর তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট দেখবেন বলে জানিয়ে দেন তিনি।
পাড়ুই মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে এজলাসের মধ্যেই বাদানুবাদে জড়িয়ে পড়েন দুপক্ষের আইনজীবীরা। উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এতেই অসন্তুষ্ট হয়ে অরুণ মিশ্র বলেন এমনটা চলতে থাকলে এই মামলা ডিভিশন বেঞ্চে তিনি রাখবেন কীনা তা ভেবে দেখবেন।
First Published: Monday, May 5, 2014, 08:19