Last Updated: April 28, 2014 08:54

সুপ্রিম কোর্টে আজ পাড়ুই মামলার শুনানি। চলতি মাসের ১১ তারিখ পাড়ুই মামলার শুনানি তিন সপ্তাহ পিছিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নিহত সাগর ঘোষের ছেলে হৃদয় ঘোষ। সেই নির্দেশ বহাল রাখে কিনা সুপ্রিম কোর্ট, তার দিকেই তাকিয়ে অনেকেই।
তৃণমূল কংগ্রেস কর্মী হৃদয় ঘোষ পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ান। হৃদয় ঘোষ নির্দল প্রার্থী হওয়ার পরই নিজের বাড়িতে খুন হন তাঁর বাবা সাগর ঘোষ। এই হত্যাকাণ্ডে নাম জড়ায় জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল সহ ৪১ জন তৃণমূল নেতা-কর্মীর।
কলকাতা হাইকোর্টে বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে সেই মামলার শুনানি চলছিল। সিঙ্গল বেঞ্চে বেশ কয়েকবার অস্বস্তির মুখে পড়তে হয় রাজ্যকে। কিন্তু এমাসের এগারো তারিখ বিচারপতি দীপঙ্কর দত্তের সিঙ্গল বেঞ্চ থেকে মামলার সরিয়ে দেওয়া হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেই।
First Published: Monday, April 28, 2014, 08:54