parui case

পাড়ুই মামলায় সুব্রত রায়কে ১১ দিনের সিট হেফাজতের নির্দেশ

Tag:  Parui case SIT verdict
পাড়ুইয়ে সাগর ঘোষ হত্যার অন্যতম অভিযুক্ত সুব্রত রায়ের ১১ দিনের সিট হেফাজতের নির্দেশ দিল সিউড়ি আদালত। গত ২১ মে আদলতে আত্মসমর্পন করেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ সুব্রত রায়।

কিন্তু তখন তাঁকে হেফাজতে নিতে না চেয়ে ব্যপক সমালোচনার মুখে পড়ে পুলিস। পরে সুব্রত রায়কে ১৪ দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন করে সিট। অন্যদিকে পাড়ুই থানা থেকে উধাও হয়ে গিয়েছে হৃদয় ঘোষের লেখা গুরুত্ব পূর্ণ চিঠি। হামলার আশঙ্কায় বীরভূমের জেলা শাসক ও এসপিকে চিঠি লিখেছিলেন হূদয় ঘোষ। তদন্তে নেমে সেই চিঠি খুঁজে পাচ্ছে না সিট।

First Published: Friday, May 23, 2014, 14:29


comments powered by Disqus