Last Updated: May 21, 2014 09:59

লোকসভা ভোটের আগে বদলি হওয়া পুলিস সুপার ফেরার দিনই আত্মসমর্পণ বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ সুব্রত রায়ের। পাড়ুইকাণ্ডে মূল অভিযুক্ত তিনি। তাঁর বিরুদ্ধে সাগর ঘোষ হত্যাকাণ্ডে গুলি চালানোর অভিযোগ। ঘটনার পর থেকেই ফেরার থাকায় অনুব্রত মণ্ডল সুব্রত রায়ের বিরুদ্ধে হুলিয়াও জারি করা হয়। কিন্তু ভোট পর্ব মিটতেই নিজে থেকেই আত্মসমর্পণ করলেন সুব্রত।
সকালে সিউড়ি আদালতে আত্মসমর্পণ করেন তিনি। সম্ভবত আজই সুব্রতকে আদালতে পেশ করা হচ্ছে। অন্যদিকে, আজই বীরভূমের দায়িত্বে ফিরছেন লোকসভা ভোটের আগে বদলি হওয়া পুলিস সুপার অলোক রাজোরিয়াও।
First Published: Wednesday, May 21, 2014, 10:01