Last Updated: April 7, 2014 09:24

আজ হাইকোর্টে পাড়ুইয়ের সাগর ঘোষ হত্যা মামলার শুনানি। আজ এই মামলায় সিবিআই তদন্তেরও নির্দেশ দিতে পারে হাইকোর্ট। গত বুধবার এই মামলার তদন্তে সিটের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আদালত।
পাড়ুইকাণ্ডে সিবিআই তদন্তের পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্যও করেন বিচারপতি দীপঙ্কর দত্ত। ডিজির নেতৃত্বে গঠিত সিট আজই তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট জমা দেবে আদালতে। সেই রিপোর্ট সন্তোষজনক না হলে সিবিআই তদন্তের নির্দেশ দেবে আদালত।
পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেস কর্মী হৃদয় ঘোষ। হৃদয় ঘোষ নির্দল প্রার্থী হওয়ার পরই নিজের বাড়িতে খুন হন তাঁর বাবা সাগর ঘোষ। এই হত্যাকাণ্ডে নাম জড়ায় জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল সহ ১৪১ জন তৃণমূল নেতা-কর্মীর।
First Published: Monday, April 7, 2014, 10:52