সাগর খুনে সিআইডি তদন্তের নির্দেশ

পাড়ুইয়ে সাগর খুনে সিআইডি তদন্তের নির্দেশ

পাড়ুইয়ে সাগর খুনে সিআইডি তদন্তের নির্দেশবীরভূমের পাড়ুই গ্রামে তৃণমূল কর্মী সাগর ঘোষের খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দেন। ঘটনার পুরো তদন্ত করে চার সপ্তাহের মধ্যেই প্রাথমিক রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে সিআইডিকে।

২১ জুলাই সাগর ঘোষকে গুলি করে একদল দুষ্কৃতী। ২৩ শে জুলাই মৃত্যু হয় সাগর ঘোষের। এরপরই খুনের ঘটনায় নাম জড়ায় তৃণমূলের জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী ও জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সহ একাধিক তৃণমূল নেতার। সেই মামলার শুনানিতেই আজ এই নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি।

First Published: Monday, December 23, 2013, 20:58


comments powered by Disqus