কলকাতা হাইকোর্টে পাড়ুই কাণ্ডের শুনানি ফের পিছল।

কলকাতা হাইকোর্টে পিছিয়ে গেল পাড়ুই মামলা

কলকাতা হাইকোর্টে পিছিয়ে গেল পাড়ুই মামলাকলকাতা হাইকোর্টে পাড়ুই কাণ্ডের শুনানি ফের পিছল। পরবর্তী শুনানি আগামী সোমবার। আজ তদন্তের অগ্রগতি নিয়ে সিটের রিপোর্ট ডিভিশন বেঞ্চে জমা দেন সরকারি আইনজীবী। কিন্তু সেই রিপোর্ট না দেখে ফিরিয়ে দেন প্রধান বিচারপতি অরুণ মিশ্র। প্রধান বিচারপতি বলেন সুপ্রিম কোর্ট পাড়ুই মামলায় যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশের কপি জমা দিতে হবে। তারপর তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট দেখবেন বলে জানিয়েছেন অরুণ মিশ্র।

সুপ্রিম কোর্টের রায় নিয়ে এজলাসের মধ্যেই বাদানুবাদে জড়িয়ে পড়েন দুপক্ষের আইনজীবী। উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পাড়ুই মামলায় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাই নিয়েই দুই আইনজীবীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এতেই অসন্তুষ্ট হয়ে অরুণ মিশ্র বলেন এমনটা চলতে থাকলে এই মামলা ডিভিশন বেঞ্চে তিনি রাখবেন কীনা তা ভেবে দেখবেন।

First Published: Friday, May 2, 2014, 14:35


comments powered by Disqus