Last Updated: November 4, 2013 21:54

লাল মসজিদে সেনা অভিযানের ঘটনায় জামিন পেলেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ।
২০০৭ সালে জঙ্গি দমনে মুশারফের নির্দেশে লাল মসজিদে অভিযান চালায় পাক সেনা। সংঘর্ষে শতাধিক মানুষের মৃত্যু হয়। নিহত হন মসজিদের ইমাম আবদুল রশিদ গাজি। ইসলামাবাদ হাইকোর্টে তাঁর ছেলের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে ১০ অক্টোবর মুশারফকে গ্রেফতার করা হয়।
সেই মামলাতেই আজ জামিন পেলেন তিনি। অন্যান্য মামলায় আগেই জামিন হয়ে যাওয়ায় খুব দ্রুতই প্রাক্তন পাক প্রেসিডেন্ট গৃহবন্দি দশা থেকে মুক্তি পাবেন বলে মনে করা হচ্ছে। যদিও, সরকারি নির্দেশ অনুযায়ী দেশ ছাড়তে পারবেন না তিনি।
First Published: Monday, November 4, 2013, 21:54