সাইবেরিয়ায় বিমান ভেঙে নিহত অন্তত ৩২

সাইবেরিয়ায় বিমান ভেঙে নিহত অন্তত ৩২

সাইবেরিয়ায় বিমান ভেঙে নিহত অন্তত ৩২সোমবার সকালে রাশিয়ার সাইবেরিয়ায় যাত্রীবাহী বিমান ভেঙে মৃত্যু হল ৩২ জনের। সে দেশের সামরিক বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, টায়ুমেন থেকে তৈল-শহর সুরগাট-এ যাওয়ার পথে মাঝ আকাশে নিখোঁজ হয়ে যায় রুশ `ইউ-টেয়ার` বিমান পরিবহণসংস্থার এটিআর-৭২ বিমানটি। কিছুক্ষণ পর পশ্চিম সাইবেরিয়ার টায়ুমেনের ৩৫ কিলোমিটার দূরে বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান মেলে। দ্রুত ঘটনাস্থলে উড়ে যায় সামরিক বাহিনীর উদ্ধারকারী হেলিকপ্টার। দুর্ঘটনার সময় বিমানটিতে চালক ও সহকারী চালক, দুই বিমানকর্মী-সহ মোট ৪৩ জন যাত্রী ছিলেন। এঁদের মধ্যে জীবিত অবস্থায় ১২ জনকে উদ্ধার করা হয়েছে। এঁদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এখনও পর্যন্ত সন্ধান মিলেছে ২৯টি মৃতদেহের। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সামরিক বাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দল।





First Published: Monday, April 2, 2012, 14:16


comments powered by Disqus