Last Updated: September 6, 2013 13:00

যাত্রী বিক্ষোভ ঘিরে উত্তাল হয়ে উঠল সোনারপুর স্টেশন। নিত্যযাত্রীদের অভিযোগ, সকাল বেলা ব্যস্ত সময়েও প্রতিদিনই দীর্ঘক্ষণ সোনারপুর স্টেশনে দাঁড়িয়ে থাকে লোকাল ট্রেন। যার খেসারত দিতে হয় নিত্যযাত্রীদের। এরই প্রতিবাদে আজ সকাল সাড়ে আটটা থেকে সোনারপুর স্টেশনে ট্রেন আটকে বিক্ষোভ শুরু করেছেন নিত্যযাত্রীরা।
সমস্যা সমাধানে অবিলম্বে রেল কর্তৃপক্ষের হস্তক্ষেপও দাবি করেছেন তাঁরা। এদিকে বিক্ষোভ দেখাতে গিয়ে রেলপুলিসের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন বেশকিছু নিত্যযাত্রী। বিক্ষোভ তুলতে গেলে রেলপুলিসকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় বলেও অভিযোগ। ঘটনায় জখম হয়েছেন পাঁচ জন রেলপুলিস।
First Published: Friday, September 6, 2013, 13:00