Last Updated: February 5, 2013 10:37

ফের সরকারি হাসপাতালে চূড়ান্ত অবহেলার শিকার হলেন এক রোগী। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ট্রলি থেকে পড়ে মৃত্যু হল অচৈতন্য অবস্থা আসা ওই রোগীর। মৃতদেহ মেঝেতেই পড়ে রইল প্রায় পাঁচ ঘণ্টা।
বাগুইআটি থেকে অচৈতন্য অবস্থায় ওই রোগীকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। জরুরি বিভাগের ট্রলিতে রোগীকে শোয়ানো হয়। রোগীর চিকিত্সার তো কোনও ব্যবস্থাই হয়নি উল্টে ট্রলি থেকে পড়েই ওই রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এমনকী তারপরও কোনও হাসপাতালের কর্মী দেহটি সরাতে আসেননি।
আপাতত পুলিস মর্গে পাঠানো হয়েছে ওই দেহ। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিস।
First Published: Tuesday, February 5, 2013, 10:42