Last Updated: October 17, 2012 20:11

চিকিত্সার গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ উঠল তেঘরিয়ার একটি নার্সিং হোমে। গত রবিবার ওই নার্সিংহোমে ভর্তি করা হয় খড়্গপুরের বাসিন্দা সোমা সাহারায়কে। সেখানেই তাঁর গলব্লাডার স্টোন অপারেশন করা হয়।
পরিবারের তরফে অভিযোগ, অস্ত্রোপচারের পর সোমার কিছু সমস্যা হচ্ছিল। অথচ চিকিত্সককে জানানো সত্ত্বেও তিনি কোনও ব্যবস্থা নেননি। আজ ভোর রাতে হঠাত্ই সোমার শারীরিক অবস্থার অবনতি হয়। আইসিসিউতে স্থানান্তরিত করার আগেই তাঁর মৃত্যু হয়। সোমার পরিবারের তরফে বাইগুহাটি থানায় এবিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিস।
First Published: Wednesday, October 17, 2012, 20:11