Last Updated: September 9, 2012 12:37

রোগী নিখোঁজকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বেলেঘাটা আইডি হাসপাতাল। নিখোঁজ রোগীর নাম রজনী হালদার। চলতি মাসের ৬ তারিখ ডায়েরিয়ায় আক্রান্ত রজনীকে আইডিতে ভর্তি করানো হয়।
অভিযোগ, শুক্রবার রজনীর আত্মীয়রা জানতে পারেন রোগীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর ৪৮ ঘণ্টা কেটে গেলেও রোগীর কোনও হদিশ না মেলায় বিক্ষোভে ফেটে পড়েন আত্মীয়রা। রবিবার সকালে হাসপাতালে এসে বিক্ষোভ দেখান তাঁরা। হাসপাতালের নিরাপত্তারক্ষীদের মারধর করা হয় বলে অভিযোগ। রোগী নিখোঁজ হয়ে যাওয়ার অনেক পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের পুরো বিষয়টি জানায় বলে অভিযোগ রোগীর আত্মীয়দের।
First Published: Sunday, September 9, 2012, 12:37