Last Updated: September 1, 2012 12:00

রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল আর জি কর হাসপাতালে। জ্বরে আক্রান্ত হয়ে মধ্যমগ্রামের বাসিন্দা এক মহিলা গত দিন দশেক ধরে আর জি কর হাসপাতালে ভর্তি ছিলেন। রোগিনীর পরিবারের অভিযোগ, গত কয়েকদিন ধরে হাসপাতালে বিভিন্ন পরীক্ষা হওয়া সত্ত্বেও রোগ সম্পর্কে কিছুই বলতে পারেননি চিকিত্সকরা।
শুক্রবার বিকেল থেকেই রোগিনীর অবস্থার অবনতি হতে থাকে। সন্ধে নাগাদ তাঁর মৃত্যু হয়। এরপরই উত্তেজিত হয়ে ওঠেন রোগীর আত্মীয়রা। হাসপাতালের কর্মীদের সঙ্গে বাদানুবাদের সময়ই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। মৃতার পরিবারের অভিযোগ, পুলিস তাঁদের কয়েকজনকে হাসপাতালের ভিতরে আটকে রাখে। তাঁদের ওপর লাঠিও চালানো হয়। যদিও এই ঘটনায় এখনও মৃতার পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
First Published: Saturday, September 1, 2012, 12:00