Last Updated: November 12, 2012 12:17

ফের রোগীকে চিকিত্সা না করে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠল এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। নিউটাউনে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের আহত হন দুই ব্যক্তি। তাঁদের প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিত্সকেরা একজনকে এনআরএস হাসপাতালে নিয়ে যেতে বলেন। ওই রোগীর নাম অমিত চক্রবর্তী।
তাঁকে এনআরএসে নিয়ে গেলে সেখানকার চিকিত্সকেরা ওই রোগীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যেতে বলে। অভিযোগ, এসএসকেএম হাসপাতাল ওই রোগীকে ভর্তি নেওয়া তো দূরের কথা, চিকিত্সাইকরা হয়নি।
First Published: Monday, November 12, 2012, 12:17