এভরার অভিযোগ উড়িয়ে দিলেন সুয়ারেজ

এভরার অভিযোগ উড়িয়ে দিলেন সুয়ারেজ

এভরার অভিযোগ উড়িয়ে দিলেন সুয়ারেজম্যানচেস্টার ইউনাইটের স্ট্রাইকার প্যাট্রিক এভরার অভিযোগ উড়িয়ে দিলেন লুইস সুয়ারেজ।
এভরার দাবি শনিবার অ্যানফিল্ডে ম্যাচ চলাকালীন লিভারপুল স্ট্রাইকার সুয়ারেজ তাঁর বিরুদ্ধে বর্ণ বিদ্বেষমুলক মন্তব্য করেছিলেন। 
এভরার দাবিকে ভিত্তিহীন বলে সুয়ারেজ জানিয়েছেন যে তিনি প্রত্যেক ফুটবলারকে সম্মান করেন।
এই ধরণের মন্তব্য করতে তাঁর রুচিতে বাঁধে বলে জানিয়েছেন সুয়ারেজ। এভরার দাবিকে ঘিরে তদন্ত করবে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশান।  

First Published: Monday, October 17, 2011, 23:28


comments powered by Disqus