২৪ ঘণ্টার খবরের জের, ইটাহারে পাট্টা বিলি স্থগিত

২৪ ঘণ্টার খবরের জের, ইটাহারে পাট্টা বিলি স্থগিত

২৪ ঘণ্টার খবরের জের, ইটাহারে পাট্টা বিলি স্থগিতচব্বিশ ঘণ্টার খবরের জেরে উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের সুলিয়াপাড়ায় বিতর্কিত ১০১ দাগের জমির পাট্টা বিলির সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখল প্রশাসন। তবে এ বিষয়ে ৩০ অগস্টের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে ভূমি রাজস্ব দফতরের তরফে জানানো হয়েছে।

বিতর্কের সূত্রপাত, ভাগচাষের জমি নিজ ভূমি নিজ গৃহ প্রকল্পে বিলির জন্য পাট্টা তৈরি করাকে কেন্দ্র করে। সরকারি এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন শুরু করেন এই এলাকার আদিবাসী মানুষজন। জমি বিলির সিদ্ধান্ত স্থগিত রাখায় আপাতত স্বস্তিতে আদিবাসী পরিবারেরা। কারণ, এই ১৫ বিঘা জমিতে ভাগচাষ করেই তাঁরা দিন গুজরান করেন। তবে তিরিশে অগস্ট প্রশাসন ফের প্রকল্পের জন্য জমি নেওয়ার সিদ্ধান্ত নিলে, আন্দোলনের হুমকি দিয়েছেন তাঁরা।

ভূমি রাজস্ব দফতরের আধিকারিক জানিয়েছেন, সিদ্ধান্তে কিছু ভুল থাকার জন্য পাট্টা বিলি আপাতত স্থগিত রাখা হয়েছে। জমি বিতর্কে আন্দোলনের খবর সম্প্রচারের জন্য চব্বিশ ঘণ্টার ভূমিকারও প্রশংসা করেছেন তিনি।






First Published: Wednesday, August 29, 2012, 16:45


comments powered by Disqus