সচিনের উইকেটে আপ্লুত প্যাটিনসন, Pattinson happy with Sachin`s wicket

সচিনের উইকেটে আপ্লুত প্যাটিনসন

সচিনের উইকেটে আপ্লুত প্যাটিনসনসিডনিতে সচিন তেন্ডুলকরের উইকেট পেয়ে আপ্লুত জেমস প্যাটিনসন। ব্যক্তিগত ৪১ রানে সচিন প্যাটিনসনের বলে বোল্ড হন। প্যাটিনসনের মতে সচিনের উইকেট সব বোলারের কাছেই স্পেশাল। ড্যামিয়েন ফ্লেমিং, জিওফ লসনের মত প্রাক্তন অসি পেসাররা মনে করেন ভবিষ্যতে অস্ট্রেলিয়ার সবচেয়ে আক্রমণাত্মক বোলার হয়ে উঠতে পারেন জেমস প্যাটিনসন। মেলবোর্নের পর ভারতের বিরুদ্ধে সিডনি টেস্টেও অনবদ্য বোলিং করেন প্যাটিনসন। ভারতের প্রথম ইনিংসে ৪৩ রান দিয়ে ৪ উইকেট তিনি তুলে নেন। এই নিয়ে নিজের ক্যারিয়ারের মাত্র ৩ টেস্টে মোট ২০ উইকেট নিজের ঝুলিতে পুড়ে নিয়ে সবার সমীহ আদায় করে নিয়েছেন ভিক্টোরিয়ার এই পেসার।






First Published: Thursday, January 5, 2012, 10:19


comments powered by Disqus