Last Updated: June 2, 2013 22:58

সিপিআইএমের প্রাক্তন কাউন্সিলরের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আক্রান্ত হয়েছেন আরও চারজন। আজ পাটুলির এস ব্লকে ক্যান্সার সংক্রান্ত বিষয়ে একটি আলোচনাসভা চলছিল। অভিযোগ, আচমকাই তৃণমূল নেতা নান্টু পালের নেতৃত্বে জনা কুড়ি লোক সেখানে হামলা চালায়। রাস্তায় ফেলে মারধর করা হয় ১১০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপা রায়সহ পাঁচজনকে।
পাটুলি থানায় অভিযোগ জানাতে গেলে, সেখানেও চড়াও হয় নান্টু পালরা। পুলিসের সামনেই তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘচনার প্রতিবাদে পাটুলি থানায় বিক্ষোভ দেখান সিপিআইএম নেতাকর্মীরা। হামলার খবর পেয়ে পৌঁছে যান সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, রবীন দেবরা। আহত দীপা রায় ও অনুপম রায়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
First Published: Sunday, June 2, 2013, 22:58