Last Updated: July 18, 2013 20:40

ক্যাসিনো রয়্যালের অভিনেতা পল ভট্টাচার্যর দেহ খুঁজে পেল ব্রিটিশ পুলিস। ঠিক এক সপ্তাহ আগে গত বুধবার (১০ জুলাই) লন্ডন থেকে নিখোঁজ হয়ে যান পল। গত শুক্রবার ইস্ট সাসেক্সে এক ব্যক্তির মৃতদেহ খুঁজে পায় সাসেক্স পুলিস। বুধবার দেহ সনাক্ত করে ব্রিটিশ পুলিস।
তবে তাঁর মৃত্যু রহস্যজনক নয় বলেই মনে করছে পুলিস। লন্ডনের একটি থিয়েটারে গত বুধবার শেষ বারের জন্য দেখা গিয়েছিল পলকে। ক্যাসিনো রয়্যাল ছাড়াও দ্য বেস্ট এক্সটিক ম্যারিগোল্ড হোটেল, হোয়াইট টিথ ও দ্য ডার্টি প্রিটি থিংস ছবিতে অভিনয় করেছিলেন পল।
First Published: Thursday, July 18, 2013, 20:40