Last Updated: October 8, 2011 16:03

ফের বিয়ে করতে চলেছেন বিটলস কিংবদন্তী পল ম্যাকার্টনি। এই নিয়ে তৃতীয়বার। বিয়ের দিন হিসেবে জন লেননের একাত্তরতম জন্মদিনটিকেই এবার বেছে নিয়েছেন উনসত্তর বছরের ম্যাকার্টনি। কনে, বিবাহ বিচ্ছিন্না ন্যান্সি শেভেল। বয়স একান্ন। বছর তিনেকের প্রণয়পর্বের শেষে আগামিকাল লন্ডনের মেরিলেবন রেজিস্টার অফিসে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন ম্যাকার্টনি। ঘরোয়া অনুষ্ঠানে তিরিশজন আমন্ত্রিতের সামনে। উনসত্তর সালে এই মেরিলেবন রেজিস্টার অফিসেই প্রথমবার পরিণয় সূত্রে বাঁধা পড়েছিলেন বিটলস কিংবদন্তী ম্যাকার্টনি। লিন্ডার সঙ্গে। ক্যান্সারে আক্রান্ত হয়ে লিন্ডা মারা যান আটানব্বইতে। তারপর মডেল হিথার মিলস কে বিয়ে করেন ম্যাকার্টনি। কিন্তু অল্প কিছুদিনই টিকেছিল দ্বিতীয় বিয়ে।
First Published: Saturday, October 8, 2011, 16:03