জাদুকর প্রার্থীর ধর্ষণ মন্তব্যে বিতর্ক

জাদুকর প্রার্থীর ধর্ষণ মন্তব্যে বিতর্ক

জাদুকর প্রার্থীর ধর্ষণ মন্তব্যে বিতর্কবিতর্কিত মন্তব্য বারাসতের বিজেপি প্রার্থী পিসি সরকার জুনিয়ারের। বারাসতের একের পর এক ধর্ষণের ঘটনায় সরকার তথা শাসক দলের বিরুদ্ধে সুর চ়ডান জাদুকর প্রার্থী। কিন্তু সেই সুর চড়াতে চড়াতে এক সময় পিসি সরকার নাম না করে শাসক দলের প্রার্থীকে প্রশ্ন ছুঁড়ে বলেন,"যদি ওনাকে বা ওনাদের ধর্ষণ করা হত, তাহলে ওনারা কি বলতেন।"

পরে পিসি সরকার আমাদের প্রতিনিধিকে জানান, অন্যায় করলে কোনও দোষ নেই, বললেই যদি দোষ হয় তবে, মুখ খুলবো না। কাকলি ঘোষদস্তিদারের উদ্দেশ্য অশালীন মন্তব্যের পর প্রতিক্রিয়া বারাসতের বিজেপি প্রার্থী পি সি সরকার জুনিয়রের।

পার্ক স্ট্রিট কাণ্ডের সাফাই দিতে গিয়ে নির্যাতিতাকেই কাঠগড়ায় তুলেছিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার। এবার ভোটপ্রচারে কাকলি ঘোষদস্তিদারকে আক্রমণ করতে গিয়ে শালীনতার সীমা ছাড়িয়ে গেলেন বারাসতের বিজেপি প্রার্থী জাদুকর পি সি সরকার জুনিয়র।

First Published: Sunday, March 30, 2014, 16:37


comments powered by Disqus