মন্ত্রীর গাড়ির ধাক্কায় দুই পথচারী মহিলা জখম

মন্ত্রীর গাড়ির ধাক্কায় দুই পথচারী মহিলা জখম

মন্ত্রীর গাড়ির ধাক্কায় দুই পথচারী মহিলা জখমরাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী সাবিত্রী মিত্রের গাড়ির ধাক্কায় জখম তিনজনের অবস্থা আশঙ্কাজনক। গতরাতে মালদার দুর্গাবাড়ি মোড়ে তিন পথচারীকে ধাক্কা মারে মন্ত্রীর গাড়ি।  দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না সাবিত্রী মিত্র। তাঁর লালবাতি লাগানো গাড়িতে তৃণমূলের কয়েকজন নেতা ছিলেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তাঁরা মদ্যপ অবস্থায় ছিলেন বলেও অভিযোগ উঠেছে। এব্যাপারে সাবিত্রী মিত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার দায় এড়িয়ে যান। মন্ত্রীর লালবাতি লাগানো গাড়িতে কেন অন্য ব্যক্তিরা উঠেছিলেন, সে প্রশ্নেরও কোনও জবাব দেননি তিনি। অন্যদিকে, দুর্ঘটনার পর থেকে কোনও হদিশ নেই মন্ত্রীর গাড়িটির। খোঁজ নেই অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতাদেরও। আহতদের পরিবারের লোকজনের অভিযোগ, অভিযুক্তদের খুঁজে বের করার ব্যাপারে পুলিস সেভাবে কোনও ব্যবস্থা নিচ্ছে না। অভিযোগ উঠেছে যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অম্লান ভাদুরির বিরুদ্ধেও। দুর্ঘটনার পর মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভরত জনতাকে সরিয়ে দেওয়ার জন্য তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখান বলে অভিযোগ।

First Published: Friday, October 7, 2011, 15:05


comments powered by Disqus