পেলেকে `স্টুপিড` বললেন মারাদোনা

পেলেকে `স্টুপিড` বললেন মারাদোনা

পেলেকে `স্টুপিড` বললেন মারাদোনাব্রাজিলের তরুণ ফুটবল তারকা নেইমারকে মেসির থেকে ভাল ফুটবলার বলেছিলেন ফুটবল সম্রাট পেলে। পেলের এই মন্তব্যের কড়া সমালোচনা করলেন দিয়েগো মারাদোনা। পেলের মন্তব্যকে `স্টুপিড` বলেছেন আর্জেন্টিনার এই বিশ্বকাপ জয়ী অধিনায়ক। একমাত্র মেসি অন্য গ্রহে বসবাস করলে বিশ্ব ফুটবলে নেইমার সেরা হতে পারেন বলে জানিয়েছেন আল ওয়াসাল কোচ মারাদোনা। নেইমারকে মেসির থেকে এগিয়ে রেখে পেলে জানিয়েছিলেন মেসি শুধু অভিজ্ঞতায় এগিয়ে।

First Published: Friday, April 13, 2012, 22:33


comments powered by Disqus