ভ্যালেন্টাইন্স ডে-র আগেই বিয়ে সারল পেঙ্গুইন যুগল

ভ্যালেন্টাইন্স ডে-র আগেই বিয়ে সারল পেঙ্গুইন যুগল

ভ্যালেন্টাইন্স ডে-র আগেই বিয়ে সারল পেঙ্গুইন যুগলবেশ কিছুদিন ধরেই ওদের একসঙ্গে দেখা যাচ্ছিল। তাই আর দেরি করতে রাজি ছিলেন না সাংহাই ওশান অ্যাকুয়ারিয়াম কর্তৃপক্ষ। তড়িঘড়ি শনিবারই বিয়ে দিয়ে দেওয়া হল ওই দুই পেঙ্গুইন যুগলের।

সাদা বরফের চাদরে বা হিমশীতল জলের পাশে। যখনই দেখা যাক না কেন, ওরা দুজন সবসময় একসঙ্গে। সম্পর্কের গভীরতাটা বুঝতে সময় লাগেনি অ্যাকুয়ারিয়াম কর্তৃপক্ষের। শুধু সঠিক দিনক্ষণটা খুঁজছিলেন ওরা। এর জন্য অবশ্য বেশি ভাবতে হয়নি। সামনেই ভ্যালেন্টাইন্স ডে। তাই তার আগেই এই দুই পেঙ্গুইন যুগলের সংসার সাজিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে সাংহাই ওশান অ্যাকুয়ারিয়াম কর্তৃপক্ষ। ভ্যালেন্টাইন্স ডে-র আগেই বিয়ে সারল পেঙ্গুইন যুগল

যেমন ভাবা তেমন কাজ। শনিবার এক্কেবারে গাড়ি চড়ে বিয়ের মণ্ডপে এল বর কনে। ঠোঁটের কোণে কি একটু লাজুক হাসি? ক্যামেরায় হয়তো সেটাই ধরে রাখতে চাইছিলেন উপস্থিত অভ্যাগতরা। তর সইছিল না ওদেরও। গাড়ির ভিতরেই শুরু হয়ে গেল খুনসুটি। সেই ফাঁকেই হয়ে গেল মালাবদল।
 
সব শেষে সেই চেনা পরিবেশে। নতুন সংসার গুছিয়ে নেওয়ার আগে যেন একটু একা হওয়ার চেষ্টা। তখন আশপাশে বন্ধুদের ভিড়কে মোটেই পাত্তা দিতে নারাজ সদ্যবিবাহিত দম্পতি।




First Published: Saturday, February 11, 2012, 21:40


comments powered by Disqus