Pension bill in Loksabha today, লোকসভায় পেনশন বিল আজ

ঐকমত্যের ভিত্তিতেই পেনশন বিল পাশ করাতে চায় কেন্দ্র

ঐকমত্যের ভিত্তিতেই পেনশন বিল পাশ করাতে চায় কেন্দ্রপেনশন বিল নিয়ে শেষপর্যন্ত সরকারের পাশেই দাঁড়াতে পারে তৃণমূল কংগ্রেস। সরকারি কর্মচারীদের পেনশনের ২৬ শতাংশ অংশ শেয়ারবাজারে বিনিয়োগ করার প্রস্তাব রয়েছে এই বিলে।

প্রস্তাবিত পেনশন বিলের তীব্র বিরোধিতা করছে বামেরা। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রীয় মন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় একাধিকবার পেনশন বিলের বিরোধিতা করেছিলেন। সরকার সংসদে পেনশন বিল পেশ করলে তৃণমূল তার বিরোধিতা করবে বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ নিয়ে তৃণমূলের পাশাপাশি বিরোধী দলগুলির তীব্র বিরোধিতায় নিজেদের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়েছে সরকার। এই ঘটনাকে নিজেদের জয় হিসেবেই দেখছেন তৃণমূল নেতৃত্ব। ফলে নতুন করে পেনশন বিল নিয়ে আর সরকারের সঙ্গে সংঘাতের আবহ তৈরি করতে চান না মমতা বন্দ্যোপাধ্যায়।

এর আগে পেনশন বিল পাশ করাতে শর্তসাপেক্ষে বিজেপির সাহায্য নেওয়ার কথা ভেবেছিল সরকার। কিন্তু তৃণমূল পাশে থাকলে অনায়াসেই পেনশন বিল পাশ করাতে পারবে সরকার।





First Published: Tuesday, December 13, 2011, 22:09


comments powered by Disqus