Last Updated: March 14, 2014 09:48

লোকসভা ভোটের আগে জি নিউজ, তালিমের দেশজুড়ে যৌথ সমীক্ষায় উঠে এসেছে বেশ কিছু তাত্পর্যপূর্ণ তথ্য। সমীক্ষায় দেখা যাচ্ছে দেশের অর্থনীতির হাল নিয়ে হতাশ অধিকাংশ মানুষই। অন্যদিকে দুর্নীতির বদলে মূল্যবৃদ্ধিকেই ভোটের ইস্যু হিসাবে বেশি গুরুত্ব দিচ্ছেন তাঁরা। আর কেন্দ্রে সরকার বদলের পক্ষে মত দিয়েছেন বাষট্টি শতাংশ মানুষ।শুরু হয়ে গেছে লোকসভা ভোটের কাউন্টডাউন। প্রার্থী বাছাই থেকে প্রচার, প্রত্যেকটি রাজনৈতিক দলের শিবিরেই এখন চরম ব্যস্ততা। কিন্তু কী ভাবছেন দেশের মানুষ? গোটা ভারতে ছাপ্পান্নটি লোকসভা কেন্দ্রের তেরো হাজার চারশো মানুষের ওপরে সমীক্ষা চালিয়ে সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করেছে জি নিউজ-তালিম যৌথ সমীক্ষা।
সমীক্ষায় দেখা যাচ্ছে দেশের অর্থনীতির হাল নিয়ে হতাশ অধিকাংশ মানুষই।
গত পাঁচ বছরে দেশের অর্থনীতির হাল খারাপ হয়েছে বলে মনে করেন ৪২ দশমিক ৬ শতাংশ মানুষ। একইরকম আছে বলে মনে করেন ২৩ দশমিক ৩ শতাংশ মানুষ। আর ভাল হয়েছে বলে মনে করেন মাত্র ১৯ দশমিক ৬ শতাংশ মানুষ।
এই সমীক্ষায় উঠে এসেছে আরেকটি তাত্পর্যপূর্ণ তথ্য। গত পাঁচ বছরে ইউপিএ সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। কিন্তু তা সত্ত্বেও দুর্নীতি নয়, ভোট দেওয়ার ক্ষেত্রে মূল্যবৃদ্ধিকেই আগামী লোকসভা নির্বাচনের ইস্যু হিসাবে অগ্রাধিকার দিয়েছেন মানুষ।
লোকসভা ভোটের গুরুত্বপূর্ণ ইস্যু হিসাবে মূল্যবৃদ্ধির পক্ষে মত দিয়েছেন ৩৮ দশমিক ৯ শতাংশ মানুষ। সেক্ষেত্রে দুর্নীতিকে গুরুত্বপূর্ণ ইস্যু বলে মনে করেন মাত্র ১৪ দশমিক ৩ শতাংশ মানুষ। কর্মসংস্থানের ইস্যুকে গুরুত্ব দিয়েছেন ১২ দশমিক ৮ শতাংশ মানুষ। উন্নয়নকে গুরুত্বপূর্ণ ইস্যু হিসাবে মনে করেন ১১ দশমিক ৮ শতাংশ মানুষ। সাম্প্রদায়িকতাকে গুরুত্ব দিয়েছেন ১ শতাংশ মানুষ। আর অন্যান্য ইস্যুকে গুরুত্ব দিয়েছেন ২১ দশমিক ২ শতাংশ মানুষ।
তবে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারে বদল চান দেশের অধিকাংশ মানুষই।
জি নিউজ তালিমের যৌথ সমীক্ষায় কেন্দ্রীয় সরকারের বদলের পক্ষে রায় দিয়েছেন ৬২ দশমিক ১ শতাংশ মানুষ। সেক্ষেত্রে বিপক্ষে মত দিয়েছেন
দেশের বাষট্টি শতাংশ মানুষই যখন কেন্দ্রে সরকার বদলের পক্ষে তখন সরকার গড়তে চলেছে কোন দল? কেই বা হতে চলেছেন পরবর্তী প্রধানমন্ত্রী? কী হতে চলেছে এরাজ্যের ফলাফল? এসব প্রশ্নের উত্তর পেতেই চোখ রাখুন চব্বিশ ঘণ্টায়।
First Published: Friday, March 14, 2014, 09:48