Last Updated: November 19, 2013 17:25

জেলে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন প্রার্থীরা। মঙ্গলবার এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত মনে করছে, শুধুমাত্র পুলিস হেফাজতে থাকার জন্য কাউকে বিধানসভা বা লোকসভা নির্বাচনে দাঁড়াতে না দেওয়া উচিত নয়। ১০ জুলাই-এর কেন্দ্র সরকারের জারি করা সংশোধনীতে সম্মতি জানায় সুপ্রিম কোর্ট। `রিপ্রেজেনটেশন অফ পিউপিল অ্যাক্ট` অনুযায়ী জেলে থেকে নির্বাচনে লড়তে পারবেন না রাজনৈতিক প্রতিনিধিরা।
অপরাধের দায়ে অভিযুক্ত সাংসদ, বিধায়কদের আইনি নিরাপত্তা দেওয়াতেও নিষেধাজ্ঞা জারি করে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে এও জানায় অভিযুক্তদের সাংসদ ও বিধায়ক পদ খারিজ করতে হবে।
এদিন শীর্ষ আদালত রায় দিয়েছে অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত পদাধিকার বজায় থাকবে অভিযুক্ত সাংসদ ও বিধায়কদের।
First Published: Tuesday, November 19, 2013, 17:25