Last Updated: October 21, 2011 13:00

বিপিএল কার্ড বণ্টনে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। গতকাল কয়েকশো গ্রামবাসী পশ্চিম মেদিনীপুরের কর্ণগড় গ্রাম পঞ্চায়েত
অফিসে বিক্ষোভ দেখান। কার্ড বিলির ক্ষেত্রে যে অনিয়ম হয়েছে, পঞ্চায়েত প্রধানও তা স্বীকার করে নিয়েছেন। গ্রামবাসীদের অভিযোগ, বিপিএল সার্ভের নামে তৃণমূল কর্মী
সমর্থকরা তাঁদের প্রত্যেকের বাড়ি থেকে অবৈধ ভাবে পাঁচ টাকা করে সংগ্রহ করেছেন। যাঁরা কার্ড পাওয়ার যোগ্য, তাঁদের তো কার্ড দেওয়াই হয়নি। উল্টে তৃণমূল
কংগ্রেসের পছন্দের লোকেদের নামের তালিকা ইস্যু করা হয়েছে বলে অভিযোগ জানিযেছেন গ্রামবাসীরা।
First Published: Friday, October 21, 2011, 13:00