সতর্ক করা হল পিটারসনকে, Peterson Warned by Match referry

সতর্ক করা হল পিটারসনকে

Tag:  Kevin Peterson England
সতর্ক করা হল পিটারসনকে ইডেনে টি টোয়েন্টি ম্যাচে আউট হয়ে প্রকাশ্যে নিজের অসন্তোষ প্রকাশ করেছিলেন ইংল্যান্ডের ব্যাটসম্যান কেভিন পিটারসন। এর জন্য তাঁকে সতর্ক করে দিলেন ম্যাচ রেফারি রোশন মহানামা। সুরেশ রায়নার বলে এলবিডব্লু হওয়ার পর নিজের ক্ষোভ চেপে রাখতে পারেননি কেপি। পরে জানিয়েছেন টি টোয়েন্টি ম্যাচে তাঁকে দলে রাখার জন্য কোচের হাতে পায়ে ধরেছিলেন তিনি।কারন ইডেনে খেলার স্বপ্ন নিয়েই তিনি বড় হয়েছেন।

First Published: Sunday, October 30, 2011, 18:45


comments powered by Disqus