কমল পেট্রোলের দাম, Petrol price can be decreased

কমল পেট্রোলের দাম

কমল পেট্রোলের দামফের কমল পেট্রোলের দাম। তেল কোম্পানিগুলি বুধবার এক বৈঠকের পর লিটার প্রতি ৭৮
পয়সা
করে দাম কমানোর সিদ্ধান্ত নিল। বুধবার রাত ১২ থেকে নতুন মূল্য কার্যকরি
হল। আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি তেলের দাম কমায়, ভারতেও তেলের দাম কমেছে। এই নিয়ে এই মাসে দ্বিতীয়বার পেট্রোলের দাম কমল। এর আগে ১৬ নভেম্বর পেট্রোলের দাম কমেছিল।





First Published: Friday, December 2, 2011, 10:26


comments powered by Disqus